ভারতে- বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও শিখদের নাগরিকত্ব দিতে ভারতের পার্লামেন্টে একটি বিল আনে বিজেপি সরকার। বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি’র বিবেচনাধীন। এদিকে বিলটিকে ঘিরে অসমের রাজনীতি বেশ উত্তপ্ত। সব মিলিয়ে বিজেপি সরকার যে নাগরিকত্ব সংশোধন আইন আনতে চলেছে, তাতে বাংলাদেশী হিন্দুদের বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব বিষয় নিয়ে কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী’র সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহীদুল ইসলাম।
দীপংকর চক্রবর্তী- অসমের জাতীয় নাগরিক পঞ্জির সঙ্গে এই নাগরিক আইনের কি কোনও যোগাযোগ আছে কিনা? এই আইনের প্রতিশ্রুতি তো অনেক আগেই দেওয়া হয়েছিল, এখন সেই অনুযায়ী এগোনো যাচ্ছে না কেন? এ বিষয়ে অসমের লোকেদের এত রাগ বা ক্ষোভ কেন? বাংলাদেশ সরকার বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী বলছেন?—এমন সব প্রশ্নের জবাব দিয়েছেন।