বাংলাদেশ সরকার মনে করে, ভারতের এই নির্বাচনে যে দল বা জোট ক্ষমতায় আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে এর কোন প্রতিক্রিয়া পড়বে না। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, যে দল বা জোটই নির্বাচনের মাধ্যমে ভারতে ক্ষমতায় আসুক না কেন, ঐ দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে।
ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাস মন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে ঐ মন্তব্য করেন। মন্ত্রী জানান, বাংলাদেশের রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি'র জন্য ১৭৯টি বাস ইতোমধ্যে ভারত থেকে এসেছে এবং মোট ৬০০টি বাস আসবে ভবিষ্যতে।