অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এবং ভারতের পানি বণ্টন বিষয় ড. গওহর রিজভীর মন্তব্য


People living near India's Teesta River are facing the devastating consequences of climate change and must use this tubing to access fresh water. (Courtesy Atkins CIWEM Environmental Photographer of the Year 2015)
People living near India's Teesta River are facing the devastating consequences of climate change and must use this tubing to access fresh water. (Courtesy Atkins CIWEM Environmental Photographer of the Year 2015)

বাংলাদেশ এবং ভারতের ৫৪ টি অভিন্ন নদ-নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে একসঙ্গে চুক্তি করার জন্যদুদেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় অংশ নিয়ে গওহর রিজভী বলেন এ ৫৪ টি নদ নদী নিয়ে দুই দেশকে যদি আলাদাভাবে চুক্তি করতে হয় তবে তা শেষ করতে সময় লাগবে ২০০ বছরের মত। তিনি বলেন এ প্রেক্ষাপট ববেচনায় নিয়ে তাই এখন আলোচনা চলছে এ সকল অভিন্ন নদ নদীর পানি বণ্টনের বিষয়ে একসঙ্গে চুক্তি করার।

তিনি বলেনদিল্লি, ঢাকা ও কলকাতা—এই তিন ফ্যাক্টরে আটকে আছে তিস্তার পানি বণ্টন চুক্তি।

কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করেন উল্লেখ করে গওহর রিজভী বলেন, সেই আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়ায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এ ছাড়া দিল্লি ও ঢাকার মধ্যেও কিছু সমস্যা রয়েছে, যে কারণে এখনো চুক্তি হয়নি বলে তিনি উল্লেখ করেন ।
এ বিষযে ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG