দেশের সরকারী সংবাদ সংস্থার খবর, ভারত ও বাংলাদেশের মধ্যে সমঝোতা অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রস্তাবিত প্রস্তাব অনমোদন দিতে শুরু করেছে। সরকারী সূত্রের খবর প্রধানন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা ভারত বাংলাদেশ ভূটান নেপাল মোটরযান চলাচল চুক্তি ইতিমধ্যে অনুমোদনও দিয়েছে। আগামী ১৫ই জুন ভুটানের রাজধানী থিম্পুতে চারদেশের পরিবহন মন্ত্রীদের বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তি হওয়ার পর চার দেশের মধ্যে যাত্রী গাড়ী সহ পণ্য চলাচলের ট্রাক একে অপরের দেশে সফর করতে পারবে।
ভারত সরকার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে এই চার দেশের মধ্যে পরিবহন চলাচলের জন্য উপ আঞ্চলিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে। একই সাথে প্রত্যেক টি দেশ আর্থিক ভাবে লাভবান হবে। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এই চুক্তি অনুযায়ী মোটর গাড়ী চলাচলের যাবতীয় ব্যয় প্রত্যেকটি দেশকেই নিজ নিজ ব্যয় করতে হবে।