ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে বিদ্যমান আঞ্চলিক বাণিজ্যিক জোটগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।
রোববার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে শ্রীলংকার রাজধানী কলম্বোতে শনিবার সমাপ্ত হওয়া তিন দিনব্যাপী ‘সেকেন্ড ইন্ডিয়ান ওশান কনফারেন্স-২০১৭’ তে বক্তৃতাকালে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমন মন্তব্য করে বলেন প্রয়োজনে ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলো প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট এর কথা চিন্তা করতে পারে।
পূর্বের যে কোন সময়ের চেয়ে এখন সমুদ্র পথে বাণিজ্য অনেক নিরাপদ ও সম্ভাবনাময় বলে উল্লেখ করে তিনি বলেন বিশ্বের তৃতীয় বৃহত্তম ভারত মহাসাগরীয় অঞ্চল বাণিজ্যিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তাই এ অঞ্চলের নিরাপত্তা, পাইরেসি বিরোধী অবস্থান এবং সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন।
এবারের সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল শান্তি, প্রগতি এবং সমৃদ্ধি ।