ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় হাফেজ আব্দুর রাজ্জাক নামক এক শিয়া ধর্মীয় প্রচারককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। অনলাইনে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা পর্যবেক্ষণকারী সংগঠন সাইট ইন্টিলিজেন্স গ্রুপ এই তথ্য দিয়েছে। পুলিশের তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর নীরব হোসেন ভয়েস অব আমেরিকাকে বলেন, তাদের কাছে এমন কোন তথ্য নেই।
এই ধর্মীয় প্রচারক খুন হন সোমবার রাত সাড়ে দশটার দিকে। পেশায় তিনি একজন হোমিও চিকিৎসক। দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা তাকে কোপাতে থাকে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আইএস-এর বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে খিলাফতের সৈন্যরা ধর্ম ত্যাগী আব্দুর রাজ্জাককে হত্যা করেছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।