বীর ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে বাঙ্গালী জাতি। ভালবাসা আর শ্রদ্ধার ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী’র রিপোর্ট।
বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহর থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস
বাংলাদেশের উত্তরের জেলাগুলোতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের রিপোর্ট।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের অদুরে অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা গেলো ২৮ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া থাকলেও মাতৃভাষার প্রতি ভালোবাসা জানাতে আসা মানুষের কোন কমতি ছিল না। আমাদের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরনের প্রতিবেদন।