অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে গুজবের ভিত্তিতে মানুষকে হত্যার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি সরকারের


বাংলাদেশে সাম্প্রতিক সময় ছেলে ধরা সন্দেহে কয়েকজনকে হত্যা এবং আহত করার ঘটনায় বাংলাদেশ সরকার এক বিবৃতিতে কোন সন্দেহজনক ঘটনা বা গুজবের ভিত্তিতে কোন নিরীহ মানুষকে হত্যা করার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের ঘটনা শাস্তিযোগ্য অপরাধ।

সরকারি বিবৃতিতে কোন বিষয় সন্দেহজনক মনে হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন-শৃংখলা রক্ষাবাহিনীকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেছেন, ফেসবুকে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিহত ঢাকার উত্তর বাড্ডার তসলিমা বেগমের স্বজনেরা মানুষের নিদারুন নিষ্ঠুরতায় স্তম্ভিত।

কেন গুজব ছড়িয়ে পড়ছে বা গুজব ছাড়ানো হচ্ছে এমন প্রশ্নে বিশ্লেষণ করেছেন বাংলাদেশের প্রভাবশালী মানবধিকার সংগঠন ‌‌‌''অধিকারের'' পরিচালক নাসিরুদ্দিন এলান।
ছেলে ধরা গুজবে গণপিটুনির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দেশব্যাপী ৮১ জনকে আটক করেছে পুলিশ।

please wait

No media source currently available

0:00 0:04:14 0:00

XS
SM
MD
LG