বাংলাদেশে বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ড হলে এবং আপিলে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কোন ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের একটি উচ্চ আদালত এ রায় দিয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে এমন সাজা স্থগিত চেয়ে বিএনপি'র পাঁচ নেতার করা আবেদন খারিজ করে দিয়েছে। বিএনপি'র ঐ পাঁচ নেতা হলেন- আমানুল্লাহ আমান, ওয়াদুদ ভুইয়া, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মশিউর রহমান ও ডা. জাহিদ হোসেন। আদালত অবশ্য বলেছে সাজা প্রাপ্তরা উচ্চতর আদালতে আপিল করার পর তাঁদের দণ্ড স্থগিত বা বাতিল করা হলে সাজাপ্রাপ্তরা নির্বাচন প্রার্থী হতে পারবেন।
হাই কোর্টের এই রায়ের ফলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালতের এই রায়ের ফলে দণ্ড প্রাপ্ত আসামীদের নির্বাচনে অংশ নেয়ার কোন অবকাশ থাকবে না।
তবে আবেদনকারীদের আইনজীবীরা বলেছেন, তাঁরা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।