অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৯ জনের ফাঁসির রায়


বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই যুগেরও বেশি সময় আগে ট্রেনে হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। ঐ মামলায় ৯ বিএনপি নেতাকর্মীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালাত। ঘটনার সাথে সম্পৃক্ততা থাকায় আরো ২৫জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদন্ড। বুধবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী এই আদেশ দেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে বলেন, দীঘদিন পর আদালত যাচাই বাছাই করে একটি ভালো রায় দিয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।

অপর দিকে এই রায়ে ন্যায় বিচার পায়নি বলে উল্লেখ করেছেন আসামী পক্ষের আইনজীবী এ্যাড. মাসুদ খন্দকার।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেন যোগে রওয়ানা হন। ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই ব্যাপক গুলি ও বোমা হামলা চালানো হয়। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে শেখ হাসিনা দ্রুত ঈশ্বরদী ত্যাগ করেন।

এই মামলায় মোট আসামি ৫২ জন। সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রায় ঘোষণার সময় ৩২ জন আদালতে উপস্থিত ছিলেন। মামলার পাঁচ আসামি মারা গেছেন। বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00




XS
SM
MD
LG