বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী পাঁচ বছরে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ১০ শতাংশের নীচে নামিয়ে আনার জন্য বর্তমান সরকার নানা ধরণের কর্মসূচী হাতে নিয়েছে। বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ২২ শতাংশ।
প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য পরিকল্পনা মন্ত্রী এখন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফর করছেন। ভয়েস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীবকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন ও গণতন্ত্র- এই দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে।