ফরিদপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার শহরের কমলাপুরে নিজ বাড়ির সামনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলোক সেনকে কুপিয়ে আহত করা হয়।
পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী শিখা সেন সাংবাদিকদের বলেছেন, ২২-২৩ বছরের অজ্ঞাত দুই যুবক বিকেল চারটার দিকে বাড়ির সামনে এসে তার স্বামীকে ডাকাডাকি করেন। তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে তাকে কুপিয়ে জখম করে তারা। পরে তারা পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন অলোক সেন বলেন, কারা কেন তার ওপর হামলা করেছে তা তিনি জানেন না। তার সঙ্গে কারও কোন শত্রুতা নেই। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশে গত দুই মাসে বিদেশি নাগরিক, সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের একাধিক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে সাতটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।