অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন-নির্যাতনের আশংকা


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন-নির্যাতন এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করছে ধর্মীয় সংখ্যালঘুদের একটি প্রভাবশালী সংগঠন। রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রধান এ্যডভোকেট রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশের সাড়ে ১০ কোটি ভোটারের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু ভোটারের সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি। ১৯৯০ থেকে শুরু করে এমনকি ২০০৮ সালের পরের নির্বাচনগুলোতেও সংখ্যালঘুদের উপরে সহিংসতার ঘটনা ঘটেছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করেও এমন একটি পরিস্থিতির শংকা প্রকাশ করেন রানা দাশগুপ্ত। সংবাদ সম্মেলনে সংখ্যালঘুদের উদ্বেগ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় এক মহাসমাবেশের আয়োজন করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG