শুক্রবার ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জেনারেল খ শোয়ে। তিনি দেশটির ১২ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে- দুই দেশের মধ্যকার সীমান্ত সমস্যাবলী, ইয়াবা চোরচালানরোধে করণীয় এবং সীমান্ত সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, বাংলাদেশে যাতে আর রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে রাখাইন পরিস্থিতির উন্নয়নের বিষয়টি নিয়ে বাংলাদেশ আলোচনা করবে। মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশকে হস্তান্তর করা আরসার ১৩শ কথিত সন্ত্রাসীর তালিকার ব্যাপারে অগ্রগতি জানতে চাওয়া হবে।
রাতে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন।
এদিকে ইউএনএইচসিআর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনূকুল নয় বলে জানিয়েছে।