অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে: বিজিবি


মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সেনা ও ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রাহমান বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন এ ঘটনা জানার পর বিজিবির পক্ষ থেকেও সতর্ক অবস্থান নেওয়া হয়েছে । তিনি

বলেন বৃহস্পতিবার সকালে হঠা্ৎ করেই অতিরিক্তি সেনা এবং ভারী অস্ত্র মোতায়েন করে মিয়ানমার যা বিজিবির কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হলেও অপর পক্ষ থেকেকোনও সাড়া পাওয়া যায়নি। তিনি অবশ্য বলেছেন যে কোনও পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা প্রস্তুত আছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়া রুখতেই সীমান্তে মিয়ানমার অতিরিক্ত সেনা এবং ভারি অস্ত্রশস্ত্র মোতায়েন করছে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG