জাতিসংঘ বলেছে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির খাদ্য সহায়তাপুনরায় চালু করার বিষয়ে সম্মতি দিয়েছে।
শুক্রবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে জেনেভায় ডব্লিউএফপির মুখপাত্রি বেটিনা লুশার সাংবাদিকদের বলেছেন ওই অঞ্চলে গোলযোগ শুরুর পর গত দুই মাস যাবত তাদের খাদ্য সহায়তা কর্মসূচী বন্ধ আছে। গোলযোগ শুরুর আগে ডব্লিউএফপি সেখানে বিপুল সংখ্যক রোহিঙ্গা এবং বৌদ্ধদের খাদ্য সহায়তা দিয়ে আসছিল। ডব্লিউএফপির খাদ্য সহায়তা স্থগিত হওয়ার পর ওই অঞ্চল খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। ডব্লিউএফপির মুখপাত্রি বলেছেন তাদের খাদ্য সহায়তা পুনরায় আরম্ভ করার পরিকল্পনা নিয়ে মিয়ানমার সরকারের সাথে আলোচনা চলছে । তিনি বলেন গোলযোগ পূর্ণ ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে কোন সুস্পষ্ট ধারনা না থাকায় ডব্লিউএফপির খাদ্য সহায়তা সেখানে কবে নাগাদ শুরু হবে তা এখনই বলা সম্ভব নয়। উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওঅম এর হিসেব মতে রাখাইনে গোলযোগ শুরুর পর থেকে গত দুই মাসে ৬ লাখের ওপর রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।