অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে প্রতিবছর ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে


বাংলাদেশ থেকে প্রতিবছর কমপক্ষে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে বলে ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনায় উঠে এসেছে।

বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি আয়োজিত ঐ আলোচনায় বক্তারা বলেছেন, পাচার হওয়া এসকল টাকা শুধু সুইস ব্যাংকে নয় বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে জমা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত বিদেশে টাকা পাচারের পথগুলো বন্ধ করারা জন্য সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে বাংলাদেশ থেকে বিশাল অংকের টাকা পাচারের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করে বলা হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টে বলা হয়েছে, গত ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা।

তাদের মতে, বিনিয়োগের পরিবেশের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা, রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি এবং বেপরোয়া দুর্নীতি, এ চার কারণে মূলত এই পাচারের ঘটনা ঘটছে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG