প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি ও আদর্শ নিয়ে সৎভাবে জীবনযাপন ও মানুষের কল্যাণে কাজ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, টাকা বানানো একটা রোগ, অসুস্থতা। এ রোগে একবার আক্রান্ত হলে শুধু বানাতেই ইচ্ছে করে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরো বলেন, জনগণের ভাগ্য ও জীবনমান উন্নত করাই বঙ্গবন্ধুর জীবনের আদর্শ ছিল। বঙ্গবন্ধু সারা জীবন সাদা সিধা জীবনযাপন করেছেন। আমরা তার আদর্শের সৈনিক। আমাদেরকে সেভাবেই চলতে হবে।
শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান জানিয়ে বলেন, অভিযান অব্যাহত থাকবে। জনগণের অর্থ ভোগ বিলাসে ব্যয় হবে না। জনগণের কল্যাণেই ব্যয় হবে। প্রধানমন্ত্রী বলেন, কেউ বিলাসবহুল জীবনযাপন করবে, ভোগ বিলাস করবে। আর সৎ মানুষ সরল জীবনযাপন করে কষ্ট পাবে তা হয় না। মনে রাখতে হবে, অবৈধ অর্থ দিয়ে চললে বিপথে যাবে। সৎ পথে যে থাকে সে সমাজে সম্মান পায়। অসৎ মানুষকে জনগণ গালি দেয়।
বিএনপি-জামায়াত জোট সরকারের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় খালেদা জিয়ার ছেলে সাজাপ্রাপ্ত। ওরা এতিমের টাকা চুরি করেছে। ওদের জমানায় ৬৩ জেলায় একযোগে বোমা হামলা হয়েছে। বাংলাদেশকে ওরা সন্ত্রাসী-জঙ্গিদের দেশ ও দুর্নীতির দেশে পরিণত করেছিল।
সম্মেলন শেষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস, এ, মান্নান কচি। অন্যদিকে দক্ষিণ শাখায় সভাপতি আবু আহাম্মদ মান্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরকে দায়িত্ব দেয়া হয়েছে।