অ্যাকসেসিবিলিটি লিংক

বন্যায় বাংলাদেশে ১০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম


গত দুই সপ্তাহের বন্যায় ১০৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। ১২ হাজার ৮৮৪ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। ডায়রিয়া, বজ্রপাত, পানিতে ডুবে এবং সাপের কামড়ে লোকজনের মৃত্যু হয়েছে। কেবলমাত্র পানিতে ডুবেই মারা গেছেন ৮৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. আয়েশা আক্তার জানান, কয়েকটি এলাকায় পানি কমলেও ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।


জেলাগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, মাদারীপুর, বান্দরবান, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর ও চাঁদপুর। ক্ষতিগ্রস্ত জেলার ৭৬টি উপজেলায় ৩১৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ৪১৫টি মেডিকেল টিম দুর্গত এলাকায় কাজ করছে।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG