অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের হত্যা-বিতাড়নের জন্য উৎকোচ নিয়েছে


রোহিঙ্গাদের হত্যা ও দেশ থেকে বিতাড়নে উৎসাহিত করতে মিয়ানমারের সামরিক বাহিনীকে বেশ কয়েকটি দেশি-বিদেশী কোম্পানি অন্তত এক কোটি ২০ লাখ আমেরিকান ডলার উৎকোচ প্রদান করেছিল বলে জানিয়েছে জাতিসংঘের একটি সংস্থা।

বুধবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে, সোমবার জেনেভায় মিয়ানমার বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক সত্যানুসন্ধানী মিশন যে ১১১ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন বলা হয়েছে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালানো সহ দেশ থেকে বিতাড়নের পর ঐ সকল কোম্পানিগুলো রাখাইন রাজ্য পুন:গঠনের কাজ পেয়েছে এবং বুলডোজার দিয়ে রোহিঙ্গাদের বাড়িঘরসহ নাম-নিশানা নিশ্চিহ্ন করতে ভূমিকা রেখেছে।

প্রতিবেদনে এই প্রথমবারের মতো জাতিসংঘের এই সংস্থাটি মিয়ানমার সামরিক বাহিনী এবং এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত এ সকল ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে চিহ্নিত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG