লিবীয় উপকূলে ২২
বাংলাদেশীর মৃত্যু
লিবীয় উপকূলের কাছে ডুবে যাওয়া দুটি নৌকায় ২২ জন বাংলাদেশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অল্প আগে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোজাম্মেল হক এই প্রতিনিধিকে বলেন, সম্ভবত তারা সবাই মারা গেছেন।
মোজাম্মেল হক জানান, দুটি নৌকায় ৭৭ জন বাংলাদেশী ছিলেন। এর মধ্যে ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে।
অভিবাসীদের মধ্যে যেসব মহিলা ছিলেন তাদেরকে ইতিমধ্যে দূতাবাসের হেফাজতে আনা সম্ভব হয়েছে। বাকিরা ত্রিপোলী কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে রয়েছে। এদেরকে ফেরত আনতে আইওএম-এর সহযোগিতা নেয়া হবে।
জাতিসংঘের তরফে এই ঘটনাকে বড় ধরনের একটি সংকট বলে বর্ণনা করা হয়েছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ ও আইনগত পথ বের করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী বিস্তারিত জানিয়েছেন: