বাংলাদেশের আয়োজনে বঙ্গোপসাগরে শুরু হয়েছে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী নিয়ে গঠিত ফোরাম আয়ন্স এর ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সমুদ্র মহড়া-ইমসারেক্স ২০১৭। সোমবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ।
২০০৮ সালে ভারত মহাসাগরের উপকূলের ২৩টি দেশ নিয়ে নিরাপত্তা নিশ্চিতকরণ, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক চোরাচালান দমনের উদ্দেশ্যে গঠিত হয় আন্তর্জাতিক সামুদ্রিক ফোরাম ইন্ডিয়ান মেরিটাইম সিম্পজিয়াম 'আয়ন্স'। প্রতিষ্ঠার পর ৫টি সম্মেলন অনুষ্ঠিত হলেও বঙ্গোপসাগরে প্রথমবারের মত এই ফোরামের সামরিক মহড়া -'ইমসারেক্স ২০১৭' অনুষ্ঠিত হচ্ছে।
এতে আয়ন্স এর ২৩ টি সদস্য এবং ৯ টি পর্যবেক্ষক দেশসহ মোট ৩২ টি দেশের ৪৩টি যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার উদ্বোধন করে রাষ্ট্রপতি সমুদ্রের সম্পদ এবং নিরাপত্তা রক্ষায় আয়ন্স সদস্য দেশগুলোর নৌবাহিনীকে সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান।