অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নতুন রাজনৈতিক জোট


Dhaka, Bangladesh
Dhaka, Bangladesh

যুক্তফ্রন্ট নামে নতুন একটি জোট গঠিত হয়েছে। নেতৃত্বে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা বাংলাদেশ-এর চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। গত রাতে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। আ স ম আবদুর রব, কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্না জোটটির নেতৃত্ব দিচ্ছেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের এই জোটে থাকার কথা ছিল। শেষ মুহূর্তে দলটির পক্ষ থেকে কেউই বৈঠকে যোগ দেননি। এই জোট গঠনের উদ্দেশ্য কি জানতে চাইলে জাসদ সভাপতি আ স ম আবদুর রব এই সংবাদদাতাকে বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবিক মূল্যবোধ ও সুশাসন কায়েমের লক্ষ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠাই অন্যতম উদ্দেশ্য।
ভবিষ্যতে বড় কোন জোটের সঙ্গে যাবেন কিনা জানতে চাইলে আ. স. ম. রব বলেন, দুই জোটই ব্যর্থ। তাদের প্রতি জন আস্থা নেই।
জোট প্রসঙ্গে অধ্যাপক বি. চৌধুরী বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন নিশ্চিত করা, নানা সঙ্কট সমাধানের লক্ষ্যে এই জোট কাজ করবে।

এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন মতিউর রহমান চৌধুরী তার রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:30 0:00

XS
SM
MD
LG