অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগর থেকে ৩৭ জন বাংলাদেশীসহ ৭১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনেশীয়া


উন্নত জীবনের প্রত্যাশায় ভূমধ্যসাগরের বিপদ সংকুল সমুদ্র পথে লিবিয়া থেকে ইউরোপে যাবার সময়ে নৌকাডুবির কবলে পড়ে শুধুমাত্র জীবনে বেঁচে যাওয়া কিংবা মুত্যৃর ঘটনা বাংলাদেশীদের জন্য প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আবারো ভূমধ্যসাগরে ডুবতে বসা নৌকা থেকে ইতালিগামী ৩৭ জন বাংলাদেশীসহ ৭১ জন অভিবাসন প্রত্যাশীকে তিউনেশীয় কর্তৃপক্ষ উদ্ধার করেছে গত মঙ্গলবার অপরাহ্নে।

সাংবাদ মাধ্যম তিউনেশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, লিবিয়ার জুয়ারা থেকে ইতালিগামী নৌকাটি ভূমধ্যসাগরের তিউনেশিয়ার কেরকেন্নাহ দ্বীপের কাছে ডুবে যাওয়ার সময় ৩৭ জন বাংলাদেশী ছাড়াও মরক্কো, মিশর, আলজেরিয়া ও সুদানের মোট ৭১ জনকে উদ্ধার করেছে।

সোমবার একই স্থানে ৮০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যায় আরেকটি নৌকা- যার ১৬ জনের মৃতদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। গত আড়াই মাসের মতো সময়ে কমপক্ষে ২৫০ জন বাংলাদেশীকে ভূমধ্যসাগরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক বাংলাদেশী- যাদের ফিরে আসার আর কোন সম্ভাবনাই নেই।

please wait

No media source currently available

0:00 0:00:36 0:00

XS
SM
MD
LG