অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকো থেকে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার ৬৫ জন অভিবাসন প্রত্যাশী উদ্ধার


দক্ষিন আমেরিকার রাষ্ট্র মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে ১৭ জন বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ার অপর দুইটি দেশের অন্তত ৬৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে মেক্সিকোর জননিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া এ সকল ক্ষুধার্ত ও পানিশূন্যতায় ভোগা অভিবাসনপ্রত্যাশীরা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে দীর্ঘ ও জটিল যাত্রা অতিক্রম করেছেন।

অভিবাসন প্রত্যাশীদের বরাতে কর্মকর্তারা জানান, গত ২৪শে এপ্রিল তারা কাতারের একটি বিমানবন্দর থেকে রওনা দিয়ে তুরস্ক, কলম্বিয়া, ইকুয়েডর, পানামা ও গুয়াতেমালা হয়ে মেক্সিকোতে প্রবেশ করেন। তারা আরো জানান, মেক্সিকোতে প্রবেশের পর এ সকল দক্ষিণ এশিয়রা একটি নৌকায় করে ভেরাক্রুজ রাজ্যে পৌঁছান। উদ্ধারের পর তাদেরকে একটি অভিবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। এদের সবাইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো সরকার।

খবরে বলা হয়, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশী ছাড়াও ৩৬ জন ভারতীয় এবং ১২ জন শ্রীলঙ্কান রয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00


XS
SM
MD
LG