অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগর থেকে ইউরোপগামী ১৪ জন বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসী উদ্ধার


ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে শুক্রবার ইউরোপগামী ১৪ জন বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে লিবিয়ার নৌবাহিনী উদ্ধার করেছে বলে শনিবার ঢাকায় পাওয়া খবরে জানা গেছে।

লিবিয়ার নৌবাহিনীর এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, ত্রিপলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের শহর কারাবুলি উপকূলে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ৮৭ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এতে বলা হয়েছে আরেক অভিযানে ত্রিপলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জিলতিন শহরের উপকূল থেকে দুইটি জরাজীর্ণ রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ২৯০ জন অভিবাসীদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছেন বলে খবরে জানানো হয়েছে। তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৩৭ জন

ইউরোপগামী বাংলাদেশী অভিবাসীর সলিল সমাধির ঘটনার মাত্র দুই সপ্তাহের মাথায় বাংলাদেশিসহ এই বিরাট সংখ্যক ইউরোপগামী অভিবাসী সমুদ্র থেক উদ্ধার হলেন।

উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের হিসেব অনুযায়ী ইউরোপে এক লাখের মত বৈধ কাগজপত্র বিহীন বাংলাদেশী অভিবাসী রয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG