অ্যাকসেসিবিলিটি লিংক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর ড্রেসিংরুমে টাইগাররা গেয়েছিলেন ‘আমরা করব জয়’


বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যেকার প্রথম ক্রিকেট টেস্টের পঞ্চম দিনের খেলায় নিউজিল্যান্ডের রস টেইলরের উইকেট নেয়ার পর বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস। ৫ই জানুয়ারি ২০২১। (ছবি- মাইকেল ব্র্যাডলি/ এএফপি)
বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যেকার প্রথম ক্রিকেট টেস্টের পঞ্চম দিনের খেলায় নিউজিল্যান্ডের রস টেইলরের উইকেট নেয়ার পর বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস। ৫ই জানুয়ারি ২০২১। (ছবি- মাইকেল ব্র্যাডলি/ এএফপি)

কিউইদের হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাঠে জিতে ড্রেসিংরুমে টাইগাররা গান ধরেছিলেন, ‘আমরা করব জয়...।’

হাওয়ায় ভাসছেন মুমিনুল হকরা। তারা ইতিহাস রচনা করেছেন। এমন জয়ের পর বাঁধনহারা উল্লাস যে বাংলাদেশ দলেরই মানায়। তবু মুশফিকুর রহিমের স্কোয়ার কাট থেকে পাওয়া জয়সূচক রানের পর মাঠের মধ্যে তেমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। যতটা সম্ভব নিজেদের সংযত রেখেছিলেন মুমিনুল-মুশফিক-তাইজুলরা।

ম্যাচের পরে ড্রেসিংরুমে ফিরে উৎসবের বন্যায় ভেসে যান ক্রিকেটাররা। "আমরা করব জয়" গান গেয়ে ঐতিহাসিক জয়ের উদযাপন করেছেন টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার পেজে আপলোড করা হয়েছে টাইগারদের উদযাপনের ভিডিও। যেখানে গেছে মুশফিকের আনন্দ যেন একটু বেশিই। তিনি সবাইকে উদ্দেশ্য করে বলছেন, ‘‘উপভোগ করতে হবে ভাইরা, উপভোগ কর।’’

XS
SM
MD
LG