অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের হাই কমিশনারকে বহিষ্কার করতে পারে পাকিস্তান


পাল্টা ব্যবস্থা হিসেবে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক আহসানকে বহিষ্কার করতে পারে পাকিস্তান। WION টেলিভিশন এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, পাকিস্তানের নয়া হাই কমিশনার সাকলাইন সৈয়দাকে গ্রহণ করতে বাংলাদেশ অস্বীকৃতি জানানোয় এমনটাই বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী এ মর্মে সুপারিশ পাঠিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের হাই কমিশনারকে বহিষ্কারের কথাও বলেছেন। গত ফেব্রুয়ারি থেকে ঢাকায় পাকিস্তানের কোন হাই কমিশনার নেই। পাকিস্তান চেয়েছিল পেশাদার কূটনীতিক সাকলাইন সৈয়দাকে সাবেক হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীর স্থলাভিষিক্ত করতে। কূটনৈতিক চ্যানেলে সেভাবেই এগ্রিমোর জন্য বার্তা পাঠিয়েছিল। কিন্তু বাংলাদেশ এ ব্যাপারে সাড়া দেয়নি। মনে করা হচ্ছে বাংলাদেশ হয়তো সাকলাইন সৈয়দাকে গ্রহণ করতে রাজি নয়। যদিও বাংলাদেশ এ সম্পর্কে কিছুই বলছে না।

ওদিকে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের তরফে এক বিবৃতিতে ঢাকায় পাক কূটনীতিক নিয়োগ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে বলা হয়েছে, বিদেশী কূটনীতিকদের প্রতি ঢাকা বরাবরই সম্মান দেখায়। বিবৃতিতে সাবেক হাই কমিশনার রফিউজ্জামান সিদ্দিকীর সমালোচনা করা হয়। বলা হয়, মিঃ সিদ্দিকীর মন্তব্য অরুচিকর।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG