বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের টানা পোড়েনের মধ্যে আগামী সোমবার থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সদস্য রাষ্ট্র সমুহের মন্ত্রী পর্যায়ের ৩ দিনব্যাপী দ্বিবার্ষিক পয়নিস্কাশন সম্মেলনে পাকিস্তান যোগ দিচ্ছেনা । ঢাকায় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে পাকিস্তানের প্রতিনিধিদলকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পত্র যথাসময়ে পাকিস্তান সরকারের কাছে পৌঁছে দেয়া হলেও তারা ভিসার জন্য ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে সময়মত আসেননি । এর ফলে সম্মেলনে পাকিস্তানের অংশ গ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন । তবে পাকিস্তানের তরফে অভিযোগ করে হয়েছে সেদেশের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেয়ার জন্য ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ভিসার আবেদন করলে তাদের কাউকে ভিসা দেয়া হয়নি যদিও ১০ দিন যাবত তাদের পাসপোর্ট হাইকমিশনে রাখা হয়েছিল । উল্লেখ্য, পাকিস্তান সম্প্রতি ১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ের যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করার পর দুদেশের সম্পর্কের আবনতি ঘটতে শুরু করে । অতি সম্প্রতি বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার বিষয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একজন নারী কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে পাকিস্তান প্রত্যাহার করে নেয় । তবে পাকিস্তান ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের একজন নারী কূটনীতিকে প্রত্যাহার করতে বলার পর তিনি গত সপ্তাহে পাকিস্তান ত্যাগ করেন ।