অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জনপ্রতিনিধিদের আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে


বাংলাদেশের জাতীয় সংসদ
বাংলাদেশের জাতীয় সংসদ

বাংলাদেশে সাংসদ সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি, আয় ও সম্পদের ওই বিবরণীতে অসঙ্গতি থাকলে শাস্তির বিধান রেখে নতুন আইনের সুপারিশ করেছে।

বৈঠকের পর কমিটির সভাপতি আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন,যে অর্থমন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে যাতে সব সাংসদসহ সিটি করপোরেশনের মেয়র, কমিশনার এবং পৌরসভা ও উপজেলা চেয়ারম্যানদের আগামী বাজেট থেকে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।

XS
SM
MD
LG