এই প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনীর দুইজন নারী পাইলটকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ সোমবার জানিয়েছে, তারা কঙ্গোতে যাবেন। দুজন পাইলট হচ্ছেন-বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট নাঈমা হক এবং তামান্না-ই-লুতফী। পেশাগত দক্ষতা ও চ্যালেঞ্জ বিবেচনা এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের মধ্যদিয়েই তারা শান্তিরক্ষা মিশনের জন্য নির্বাচিত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে।