নেপালে কর্মকর্তারা বলেছেন বাংলাদেশের একটি যাত্রীবাহী বিমান, কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং বিমানে আগুন ধরে যায়। অন্তত ৪৯জন আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন সোমবার, দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার আগে বিমানটি বার বার ঘুরে যাচ্ছিল এবং তখন বিমানটিতে আগুন ধরে যায়। ।
ঢাকা ভিত্তিক ইউএস বাংলা এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন চারজন ক্রু সদস্য সহ বিমানে ৭১জন আরোহী ছিল।
ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আশিফ অভিযোগ করেন যে কাঠমান্ডুর বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষ থেকে ‘বিভ্রান্তিকর বার্তা’ দেওয়া হয়।
বিমানবন্দরের কর্মকর্তারা বলেন বিমান চালককে রানওয়ের দক্ষিণ দিক দিয়ে অবতরণ করতে বলা হয় কিন্তু চালক নামার চেষ্টা করেন উত্তর দিক দিয়ে।
৬৭জন যাত্রীর মধ্যে ৩২জন বাংলাদেশের, নেপালের ৩৩জন এবং চীন ও মালদ্বীপের একজন করে নাগরিক ছিলেন বলে জানা গেছে।
ক্যানাডায় তৈরি, জোড়া প্রপেলার ড্যাশ-৮ বিমানটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে রওনা হয়।