অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশকে উন্নত এবং সন্ত্রাস মুক্ত দেশ গড়তে সরকার কাজ করবেঃ শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশকে একটি উন্নত এবং সন্ত্রাস মুক্ত দেশ হিসেবে গড়ার জন্য তাঁর সরকার কাজ করে যাচ্ছে।

১৯৭১ এর ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন ৭ই মার্চের ভাষণ আজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন বঙ্গবন্ধু একদিকে স্বাধীনতার কথা বলেছেনে অপর দিকে অর্থনৈতিক মুক্তির কথা বলে গেছেন।

তিনি বলেন বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ওই ভাষণের ওপর ভিত্তি করেই ১৯৭১ এর মুক্তি যুদ্ধ হয়েছিলো এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল । স্বাধীনতার পর বঙ্গবন্ধু দেশের পুনর্গঠনের জন্য যে সকল পদক্ষেপ নিয়েছিলেন তার

উল্লেখ করে শেখ হাসিনা বলেন তাকে হত্যার মাধ্যমে দেশকে অন্ধকারে ঠেলে দেয়া হয়েছিল। তিনি বলেন তাঁর সরকার বাংলাদেশকে বিশ্ব সভায় আবার মর্যাদার আসনে বসানোর লক্ষ্যে কাজ করছে এবং এগিয়ে চলেছে।

XS
SM
MD
LG