অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী ইস্তাম্বুল সফর বাতিল করেছেন


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ইস্তাম্বুল সফর বাতিল করেছেন। আগামীকাল তিন দিনের এক সফরে তার ইস্তাম্বুল যাওয়ার কথা ছিল।

ইসলামী সম্মেলন সংস্থার ১৩তম শীর্ষ সম্মেলনে যোগ দেওয়াই ছিল সফরের অন্যতম উদ্দেশ্য। কী কারণে এ সফর বাতিল করা হলো তাৎক্ষনিকভাবে তা জানা সম্ভব হয়নি। সরকারের তরফে এ ব্যাপারে কিছুই বলা হচ্ছে না। অনেকটা আচমকা এ সফরটি বাতিল করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত অগ্রবর্তী দলের সদস্যদের ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:20 0:00

XS
SM
MD
LG