অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মানুষের জীবন-মানের উন্নয়নে কাজ করতে চাই: শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গোপালগঞ্জ জেলার কোটালি পাড়ায় এক জনসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে দলের নির্বাচনী প্রচার শুরু করেছেন।

বিকেলে জনসভায় বক্তব্য দেয়ার আগে শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভাপতি, টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের করেন। জনসভায় প্রধানমন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন তিনি দেশের মানুষের জীবন-মানের উন্নয়নের জন্য কাজ করতে চান।

এদিকে, নির্বাচনে তিনটি আসনে প্রার্থীতা ফিরে পেতে বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার পৃথক রিট শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন একক বেঞ্চকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। মঙ্গলবার খালেদা জিয়ার প্রার্থীতা ফিরে পাওয়ার আবেদনের বিষয়ে হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ বিভক্ত রায় প্রদানের পর প্রধান বিচারপতি বুধবার এ পদক্ষেপ নিলেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG