অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনে যে ফলাফলই আসুক মেনে নেব: ভোট দিয়ে শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের ভোট দিয়ে আশা ব্যক্ত করেছেন, নৌকার জয় হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।

আজ রোববার সকাল সোয়া আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। এ সময় তিনি সবাইকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয় হবে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে নিজেদের রায় দেবে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমি কোনো সহিংসতা চাই না। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। বিজয়ী করবে। তিনি বলেন, আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেটা চাই।

প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহানা ও তার মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে ভোট দিতে আসেন।

XS
SM
MD
LG