অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ হাসিনা ঢাকায় পৌছেঁছেন


জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের ত্রিদেশীয় সফর শেষে শনিবার দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরেরে প্রথম পর্যায়ে গত ২৮শে মে শেখ হাসিনা জাপানে যান এবং সেখানে প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং 'এশিয়ার ভবিষ্যৎ’ শিরোনামে আয়োজিত নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। প্রধানমন্ত্রীর সফর কালে বাংলাদেশের কয়েকটি উন্নয়ন প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে আড়াইশ কোটি ডলারের উন্নয়ন সহায়তা চুক্তি সম্পাদিত হয়।

সফরেরে দ্বিতীয় পর্যায়ে তিনি সৌদি আরব সফর করেন এবং মক্কা শহরে ৩১ শে মে চতুর্দশ ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগদান করেন।

সৌদি আরব থেকে শেখ হাসিনা ফিনল্যান্ড সফরে যান এবং দেশটির রাজধানী হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সৌলি নিয়েস্টোর সঙ্গে বৈঠক করেন যখন দুই দেশ বৈশ্বিক জলবায়ু সংকট নিয়ে একসাথে কাজ করতে একমত হন।

উল্লেখ্য, শেখ হাসিনার সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফরে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু বিশেষ গুরুত্ব পেয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG