অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রী কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের এক সফরে ঢাকা ত্যাগ করেছেন


Sheikh Hasina
Sheikh Hasina

গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের এক সফরে বুধবার ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যাত্রাপথে লন্ডনে একদিন অবস্থানের পর প্রথমে তিনি কানাডার মন্ট্রিয়ল শহরেফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এ যোগদানের
উদ্দেশ্যে কানাডা সফর করবেন।
জিএফের সম্মেলনটি অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ সেপ্টেম্বর যাতে সংক্রামক ব্যাধি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়াকে ২০৩০ সালের মধ্যে নির্মূলের বিষয়টির ওপর
আলোকপাত করা হবে।
সফরের দ্বিতীয় পর্যায়ে শেখ হাসিনা ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফর
করবেন বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন।
এ সময়তিনি বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ ছাড়াওকমনওয়েলথ মহাসচিব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG