বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও নারী উদ্যোক্তাদের অগ্রগতি অর্জনে উদ্যোগী ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ গ্লোবালউইমেন্স লিডারশীপ এ্যওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুরস্কার গ্রহণ এবং গ্লোবাল সামিট অব উইমেন-এ অংশ নেয়ার জন্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম র্টানবুল-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ থেকে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়া সফর করবেন। এই পুরস্কারপ্রাপ্তির কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে। ২৮ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে, বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ মঙ্গলবার রাতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।