অ্যাকসেসিবিলিটি লিংক

সহসাই মুক্তি পাচ্ছেন না মির্জা ফখরুল


সহসাই মুক্তি পাচ্ছেন না বিএনপির ভারপ্রাপ্ত মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নাশকতার তিন মামলায় রবিবার হাইকোর্টের একটি বেঞ্চ থেকে তার জামিন মঞ্জুর করা হয়।তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন,জামিন লাভের পর মুক্তি পেতেে আর কোনো বাধা নেই।কিন্তু সোমবার সরকারের তরফে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোন সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চে তা পাঠিয়ে দেন।আগামী ২৫শে জুন এ ব্যাপারে শুনানী হবে।বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

ওদিকে রাজধানীর মিরপুরে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় দায়ের করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।সোমবার ঢাকার মহকুমা দায়রা জজ কামরুল হাসান মোল্লা অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।গত ১৪ই মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।এর মধ্যে ৩ জন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। শুনানিতে উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ঢাকা থেকে সংবাদদতা মতিয়ুর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:53 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG