অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মনসুর ১৫ই মার্চের মধ্যে সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন


সুলতান মনসুর তার সিদ্ধান্তে অনড়। শপথ তিনি নেবেনই। আর সেটা ১৫ই মার্চের মধ্যে। ডাকসুর সাবেক সহ-সভাপতি সুলতান মনসুর বাংলাদেশে গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের টিকিটে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ঐক্যফ্রন্ট বলেছে, প্রহসনের নির্বাচন অনিয়মে ভরা। আগের রাতেই ভোট হয়ে গেছে। তাই তারা শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রেক্ষাপটে সুলতান মনসুরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি শপথ নিতে যাচ্ছেন? হ্যাঁ সূচক জবাব দিয়ে বললেন, স্বাধীনতার মাসে শপথ নেব।

সুলতান সংসদে যাওয়ার পক্ষে অনেকগুলো যুক্তি হাজির করলেন। বললেন, তার নির্বাচনী এলাকার একশো ভাগ মানুষই চায় সংসদে যেতে।

আপনার দল তো শপথ নেয়ার বিপক্ষে? সরাসরি জবাব না দিয়ে সুলতান বললেন, আমি গণফোরামের কোন কর্মকর্তা নই। দলগতভাবে কখনো গণফোরাম করিনি। যেহেতু নিবন্ধিত কোন দলের সদস্য হয়ে নির্বাচন করতে হয় সে জন্য গণফোরামের সদস্য হিসেবে নির্বাচন করেছিলাম। তাছাড়া গণফোরাম এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংসদে যাবে না এমন কোন সিদ্ধান্ত জানায়নি। ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখবেন গণফোরামের দু’জন সদস্যই শপথ গ্রহণ করবেন।

এই নির্বাচনে ৮টি আসন পায় ঐক্যফ্রন্ট। এর মধ্যে বিএনপি ৬টি, গণফোরাম ২টি।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG