বাংলাদেশে প্রহসনের নির্বাচন ও ভোট ডাকাতির প্রতিবাদে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ৬ই ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে তারা। এছাড়া নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী, ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের দিনব্যাপী গণশুনানি করবে ২৪শে ফেব্রুয়ারি। গণশুনানির সময় ও স্থান পরে জানানো হবে বলে জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর এ প্ল্যাটফর্ম।
রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে একটি জরুরি সভা শেষে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি দুইটি ঘোষণা করেন। সেই সঙ্গে আগামী ৬ই ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট ঘোষিত জাতীয় সংলাপ কর্মসূচি স্থগিত করা হয়।
গণভবনে চা চক্রের দাওয়াতে যাওয়া পরিহাস হবে জানিয়ে মির্জা আলমগীর বলেন, ‘ভোট ডাকাতির নির্বাচনের পরে আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে রয়েছেন। অনেকে আহত ও নিহত হয়েছেন। এই অবস্থায় আমরা মনে করি চা চক্রের আয়োজনে যাওয়াটা একটি পরিহাস হবে। তাই এই চা চক্রে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করিনা।’
গণফোরাম মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত দুই নেতার শপথ প্রসঙ্গে আবারো নিজেদের অবস্থান পরিস্কার করেন ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত আগেই স্পষ্ট করে বলে দেয়া হয়েছে। কেউ শপথ নেবে না।’