অ্যাকসেসিবিলিটি লিংক

কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন জনৈক ইকবাল হোসেন, বলছে পুলিশ


কুমিল্লায় বিজিবি মোতায়েন করা হয়েছে - ফটো- মানবজমিন
কুমিল্লায় বিজিবি মোতায়েন করা হয়েছে - ফটো- মানবজমিন

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন জনৈক ইকবাল হোসেন। বাবার নাম আহমেদ আলম। কুমিল্লা শহরের সুজানগর এলাকায়। কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ এটা নিশ্চিত হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রের বরাতে সংবাদমাধ্যমের খবর ইকবাল হোসেন একজন ভবঘুরে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। শারদীয় দুর্গা পূজার মহা অষ্টমীর দিনে গত ১৩ ই অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তর পাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে কে বা কারা পবিত্র কোরআন রেখে যায়। এরপর কোরআন শরীফ অবমাননার অভিযোগে পূজামণ্ডপে হামলা চালানো হয়। এই ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়ে। কুমিল্লা হাজিগঞ্জে হিন্দুদের উপর হামলা চালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এতে চারজন নিহত হন। একদিন পর নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সেখানে দুজনের মৃত্যু হয়।

XS
SM
MD
LG