অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের নিরীহ জনগণ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর নির্দেশ


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন নিরীহ জনগণ যেন নির্যাতন কিংবা হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

সোমবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়ে বলেন জনগণকে যে কোন ধরনের হয়রানি থেকে রক্ষা করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।

সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সকল জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, এছাড়া নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধিতে পুলিশকে যথাযথ ভূমিকা পালন করতে হবে কারণ এক্ষেত্রে পথচারীদেরও অসচেতনতা রয়েছে। দেশের উন্নয়নের জন্য স্থিতিশীলতা অপরিহার্য বলে উল্লেখ করে তিনি বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব অপরিসীম।

এর আগে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন ইউনিটের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG