গুলশান ও শোলাকিয়াসহ সাম্প্রতিক জঙ্গী হামলার অধিকাংশেরই নেপথ্যের পরিকল্পনাকারী এবং মূল ব্যক্তি বা মাস্টারমাইন্ডদের ধরা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান শহীদুল হক। শহীদুল হক সংবাদ মাধ্যমকে বলেন, সরাসরি হামলায় অংশগ্রহণকারীরা নির্দেশ পালন করে মাত্র, কিন্তু এদের পেছনে যারা রয়েছে অর্থাৎ মাস্টারমাইন্ড, তারা থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। পুলিশ প্রধান বলেন, মাস্টারমাইন্ডদের চিহ্নিত করা ও গ্রেফতারের তৎপরতা চলছে, তবে সময় লাগবে।
এদিকে, এ পর্যন্ত বাংলাদেশের ৬টি জঙ্গী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। তবে বিভিন্ন নামে জঙ্গী সংগঠন রয়েছে আরও অনেক বেশি। নতুন এই জঙ্গী সংগঠনগুলো নিষিদ্ধ করা নিয়ে আইন-শৃংখলা রক্ষাবাহিনী পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ইতোমধ্যে আনসার আল ইসলাম নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।