বাংলাদেশে জাতীয় ঐক্যফ্রন্ট নতুন নির্বাচনের দাবিতে সংলাপের আয়োজন করবে। রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এতে আমন্ত্রণ জানানো হবে। ড. কামাল হোসেনের বাসভবনে এক বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান।
ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের ৭ জন এমপিও শপথ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে নির্বাচনের অনিয়মের চিত্র তুলে ধরে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ফ্রন্ট নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় দেশব্যাপী সফর করবেন।
বৈঠকের শুরুতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
ওদিকে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এক সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে অংশ গ্রহণমূলক হলেও কোন লাভ নেই।