বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ছাপা কারখানাগুলো ব্যস্ত সময় পার করছে। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারনা আর সেই সাথে ছাপা কারখানাগুলোতে নির্বাচনী লিফলেট, পোস্টার, স্টীকার ছাপানোর কাজ। বিরামহীন ভাবে চলছে এই কাজগুলো।
বাংলাদেশের উত্তরাঞ্চলের সব জেলার নির্বাচনী পোষ্টার ছাপার কাজ হয় কাজ হয় বগুড়া শাপলা মাকের্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সরব হয়ে উঠেছে বগুড়ার প্রার্থীরা। সেই সাথে ব্যস্ত হয়ে পড়েছে বগুড়ার প্রেসপল্লীর কর্মীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ছাপাখানায় কাজ।