বাংলাদেশে নতুন কর্মসূচি ও প্রকল্পে ৩ কোটি রিয়াল অর্থাৎ ৬৬ কোটি টাকার পরিকল্পনা ঘোষণা করেছে দোহা ভিত্তিক বেসরকারি সংগঠন কাতার চ্যারিটি।
২০১৭ সালের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে এ তহবিল বরাদ্দ করা হয়েছে বলে সংস্থাটির ওয়েব সাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ পানি বিষয়ক প্রকল্প, এতিমদের দেখাশোনা বিষয়ক কর্মসূচি এবং সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ নির্মাণে ব্যয় করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, এ বছরের প্রথমার্ধে সংস্থাটি বাংলাদেশকে ২ কোটি রিয়াল বা ৪৪ কোটি টাকা সহায়তা দিয়েছে। ওই অর্থ দিয়ে বাংলাদেশে বিশুদ্ধ পানির সংস্থান, সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ এবং উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির ক্ষেত্রে ১৮১৩ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যার ফলে দেশটির লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
উল্লেখ্য, কাতার চ্যারিটি বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ২২ টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ঢাকা থেকে জহুরুল আলম।