অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে রেলবহরে সংযোজন করা হচ্ছে ৮00 রেলকোচ


বাংলাদেশে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন রুটে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগের কমাতে রেলবহরে সংযোজন করা হচ্ছে ৮00 এর বেশী রেলকোচ। কিন্তু পর্যাপ্ত রেল কোচ না থাকায় দীর্ঘদিন নষ্ট হয়ে পড়ে থাকা শতাধিক রেল কোচ মেরামত করে যাত্রী পরিবহনের উপযোগী করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে চলছে এই কর্মযজ্ঞ। মেরামত করা এসব রেল কোচ বিভিন্ন আন্ত:নগর ট্রেন, মেইল এবং লোকাল ট্রেনে সংযোজনের কথা জানান রেল কর্মকর্তারা।

ভোগান্তি কমাতে ঈদের আগে ২৬ রমজানের মধ্যে মেরমত করা ৭০টির বেশী রেল কোচ ট্রেনে সংযোজনের কথা জানান কারখানা মহাব্যবস্থাক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আধুনিক যন্ত্রপাতি আর লোকবল পেলে পাহাড়তলীর এই কারখানায় নতুন রেল কোচ নির্মাণ করা সম্ভব বলে মনে করেন রেল কর্মকর্তারা।

please wait

No media source currently available

0:00 0:01:36 0:00

XS
SM
MD
LG