বাংলাদেশে ঈদুল আযহাকে কেন্দ্র করে সড়ক দুর্ঘটনায় মাত্র ১৩ দিনে অন্তত ২৫৪ জন নিহত এবং অপর ৬৯৬ জন আহত হয়েছেন।
বুধবার ঢাকায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এসব ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন ২৮শে অগাস্ট থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত। তিনি জানান, যারা নিহত বা আহত হয়েছেন তাদের সিংহ ভাগই শহর-বন্দর-গঞ্জ ছেড়ে আপনজনের সাথে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন।
উল্লেখ্য, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশ এর এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২৩,১৬৬ জন প্রাণ হারিয়েছেন।